নরের মধ্যে নারায়ন
      নয়নের মধ্যেও তিঁনি,
কর্ম হীন ধর্ম্ম ভীরু
      না মানে সাচ্চা বাণী।
কষ্ট করে ইষ্ট ভজে
       নষ্ট না করো সময়,
আপন কাজ বপন করলে
         স্বপন না হবে লয়।
ভ্রান্তি মনের শান্তি কাড়ে
          ক্লান্তি আসে দেহে,
দ্বন্দ্ব মনে ছন্দ হারায়
            মন্দ বুঝে স্নেহে।
সাবেক কথায় আবেগ বাড়ে
           বিবেক হয় বলী,
আচার তখন খাঁচার মধ্যে
           বিচার খায় গালি।
ক্রোধ হারায় বোধ জ্ঞান
           রোধ নাহি হয়,
বংশ সমেত ধংস হয়
           অংশও নাহি রয়।
হাত নেড়ে রাত গেলে
            ভাত আসে কর্মে,
গুড়ের থালা ষাঁড়ে চাটে
             কুঁড়ের ব্যাথা মর্মে।
ব্যাঙ্গের মতো ঠেঙ্ না হলে
              গেং খোঁজা কষ্ট।
ধীর মতি তীর হলে
              বীর না হয় তুষ্ট।
মুখ্য হয়ে সাক্ষ্য দিলে
               কক্ষ থাকে শ্রেয়,
শুদ্ধা চারে শ্রদ্ধা পাবে
               যোদ্ধা তুমি অজেয়।
                ----------  রঞ্জন  গিরি।