তুমি মাগো জন্মদাত্রী, আলোকদাত্রী,
                                     জগৎদাত্রী মোর,
তোমা বিনা কভু কাটতো না মা
                                জঠর আঁধার ঘোর।
তুমি মাগো.....................
করুনাসিন্ধু তুমি যে গো মা
                         সাগরের চাইতেও বেশি,
অনন্য তুমি অপার মমতায়
                          মা রেখেছ মোরে খুশী।
স্বস্নেহে মোরে জড়ায়ে বুকে
                           মা তুমি করেছ আদর।।
তুমি মাগো......................
তুমি যে মা মোর অন্তরাত্মা
                            তুমি হও যে মোর প্রাণ,
মোর অহংকারের হৃদয়খানা
                         মাগো তুমি করেছো দান।
তুমি মাগো চির সত্য চিন্ময়ী তব রূপ,
তুমি সত্য ত্রেতা দ্বাপর তুমি কলিযুগ।
জ্যোতির্ময়ী মাগো তুমি
             আমি তোমার জ্যোতিতে বিভোর।
তুমি মাগো.......................
                             --------- রঞ্জন গিরি।