দাবানলের দাবদাহে আজ
জ্বলছে জঙ্গল আমাজন,
আয়রে ভাই এক সাথে যাই
বাঁচাতে মোদের আপনজন।


বিষাক্ত ধোঁয়ার বিষে আজ
বিশ্বের ফুসফুস আক্রান্ত,
পরিবেশ বন্ধুর পরিবারও
আজ বিপন্ন বিভ্রান্ত।


এসো আন্তর্জাতিক অরণ্যে
আজ বাঁচিয়ে মোরা বাঁচি,
হাত বাড়িয়ে হৃদয়তায় মোরা
সবাই থাকি কাছাকাছি।


এসো হে সুধী সবুজ বাঁচাতে
হিংসার হিমৎ বন্ধ করি,
এসো হে বরেণ্য বিশ্ব গড়তে
অরণ্যের আতিথ্য বুকে ধরি।


উষ্ণায়নের উন্মত্তায় আজ
বিশ্ব চলেছে বিপদে হেঁটে,
বন বাঁচাতে বৃক্ষ তো চাই
(চলো)আমাজন বাঁচতে যাই ছুটে।
                   -------- রঞ্জন গিরি।