আমার অবস্থান অন্যায়ের বিরুদ্ধে
আমি খেটে খাওয়া খাস লোকের জন্য,
আমি নই লাল, নীল, সবুজ,গেরুয়ার
আমি সৎ সংস্কারক,সমাজের জন্য।
আমার প্রতিবাদ, প্রতিহিংসার নয়
আমার মসী করে মর্যাদার লড়াই,
আমি রক্তের রাজনীতির ময়দানে নেই
আমি হিম্মত দিয়ে হিংসার করিনা বড়াই।
আমার অতীত অত্যন্ত অসহনীয় কষ্টের
তাই আমি দীন দরিদ্রের দাসানুদাস,
আমার জাতি তত্বের যোজ্যতা শূন্যের শূন্য
আমি মানুষের মনুষ্যত্বের মধ্যে খুঁজি শ্বাস।
আমি জাতির নাম করে জোচ্চুরি করিনা
আমি জাতে মানুষ,নই কোন জানোয়ার,
আমার ধরিত্রীতে ধর্ম মানবের মূল্যবোধ
আমি আমার ধর্মকে না বানাই তলোয়ার।
আমি সদা সেরার সেরা হতে চাই
তা বলে কলিক সেরায় কালি মাখিয়ে নয়,
আমি সদা উন্নয়নে উন্মত্ত হতে চাই
সেটা কভু ঈর্ষার ইন্ধন জুগিয়ে নয়ই নয়।
                      ------------- রঞ্জন গিরি।