ও বিধি গো . . . . .
আমার এই বাংলার ঘরে জন্ম যেন
                            হয় গো বারেবার,
আমি না চাই লন্ডন না চাই প্যারিস
চাইনা হতে আমেরিকার।
আমার এই বাংলায় জন্ম যেন
                           হয় গো বারেবার।


আমার সোনালী এই ধানের ক্ষেত
সবুজে ভরা রূপসী বাংলা,
কাক ও শালিকের কলতান শুনে
ঘুম ভাঙ্গে সবার ভোর বেলা।
প্রভাতে শীতল হাওয়ার সাথে সাথে
নাচন হেরি সবুজ গাছপালার।
আমার এই বাংলায় জন্ম যেন
                            হয় গো বারেবার।


প্রভাতী গান আর কাঁসর ঘন্টা
হেথা মন্দিরে মন্দিরে বাজে,
আজানের ডাকে শিহরন জাগে
ভোরে সবার হৃদয়ের মাঝে!
এই বাংলা আমার বাঙ্গালী আমার
আর ভাবিনা কোথাও পালাবার।
আমার এই বাংলায় জন্ম যেন
                            হয় গো বারেবার।
                ---------- রঞ্জন গিরি।