আমরা ভীষন হই ভাগ্যবান
এই বাংলা মোদের জন্মস্থান,
(হেথা)ইতি মুক্তি আনন্দদায়ক
হেথা স্বর্গের সুখ  হয় বিদ্যমান।


(হেথা)যৌবন যুদ্ধ নয় বিছানায়
আবেগের ফসল নয় আবর্জনায়,
হেথা নারীত্বে নারীর সন্মান দেয়
ছুঁড়ে ফেলেনা কেউ নর্দমায়।


(হেথা)বৃদ্ধের জন্য বৃদ্ধাশ্রম নাই
শ্রবণ কুমার সব ছেলেরাই,
(হেথা)পুত্র করে পিতার পূজন
ছেলের অন্ন খায় সব পিতারাই।


(হেথা)নাই কোন হিংসা বিবাদ
প্রতিটি মানুষ নিরীহ নিখাদ।
(হেথায়)অমানুষ আর অবিচার নাই
নাই কোন মনের নীরব বিষাদ।


(হেথা)রাজনীতির নাই কোন রঙ
এক ঠোঙায় খায়,না দেখিয়ে  ঢং,
(হেথা)না কাড়ে অন্ন বিরোধী হলে
ভগবান ভাবাতে না দেখায় সঙ।


(হেথা)চাকরির বাজার সহজ সরল
ঘুষের ঘুঘু না ফেলায় গরল,
(হেথা)মেধা হয় কাজের মধ্যমনি
এমন বাংলা বিশ্বে আছে বিরল।


(হেথা)না দেখায় কেউ জাতের যাদু
হেথা অভিনয় নয় ভালোবাসা শুধু,
(হেথা)ঈদ আর ঈশ্বর প্রেমে সবাই
আলিঙ্গনে খাওয়ায় ওলির মধু।


(হেথা)প্রতিনিধি নির্বাচন নীরবে হয়
ভোটের সময় কেউ না দেখায় ভয়,
সানন্দে স্বাধীন ভোট দিয়ে ফিরি
(হেথা)দুর্নীতির দুর্জনের না হয় জয়।


(হেথা)মানুষের মনে নেই কোন পাপ
পায়ু ঘাঁটার পাপের নাই অভিশাপ,
রাজকীয় ভাবে মশলা পাতি খেয়ে
হার্ট নিমেষে নিভে প্রাণ হয় সাফ।
                        -------- রঞ্জন গিরি।