আমি ভক্তি ভরে করবো পূজা
                             মায়ের চরণতল,
আমার হৃদ বাগানে ফুল ফুটেছে
                              তুলসী দুর্বাদল।
আমি ভক্তি ভরে...............।


আমি উপাচারহীনে দীন ভিখারী
                 তন্ত্র সাধন নাই পারি,
       ( শুধু) শুদ্ধাচারে চরণ ধরি
               পাই যে বুকে কর্ম বল।
আমি ভক্তি ভরে...................।


করুনাময়ীর করুণা পেতে
আমি ভক্তিরসে ভ্রমি ভূতে,
শ্রীচরণ যুগল চাই ছুঁতে।
তাই থাকি আমি মা'তে বিহ্বল।
আমি ভক্তি ভরে.................।
                 ---------- রঞ্জন গিরি।