বসিয়া বাতায়নে,কি ভাবিছ মনে মনে,
             আমি যে আসিয়াছি তব দুয়ারে,
চেয়ে দেখ তো দেখি,আমায় চিনিতে পার নাকি,
             ভুলিয়া কি গিয়াছ আমারে?


তুমি লাজুক লাজবতী,নক্ষত্র হও স্বাতী,
             না হেরিলে আসিতোনা ঘুম,
শ্রাবণের বারি ঝরে,আসিতে মোর ঘরে,
              নপূর পায়ে বাজিত রুম ঝুম।
তোমা বিনা না চলি পথে,তুমি ছিলে মোর সাথে,
              হারাইলে আমি কাঁদিতে অঝোরে।
               আমি যে আসিয়াছি তব দুয়ারে।


মোর হাত ছিল তব হাতে,কৈশর কাটিয়েছি সাথে,
                 পড়ে না কি মনে সে কথা?
মাখিয়েছ কাদা মুখে,কেঁদেছি মনের দুখে,
                 সে স্মৃতি আছে মোর গাঁথা।
মোর ভাঙ্গাইতে অভিমান,ভোলাইতে অপমান,
                  এসে ছিলে চুপিসারে।
          আমি যে আসিয়াছি তব দুয়ারে।
                        -------   রঞ্জন  গিরি।