আমি বর্বরতায় বলিষ্ঠ
আমি উর্বরতার উপাঙ্গ,
আমি বিবেকজ্ঞানে বৈমাত্রিক
আমি উন্মাদনায় উলঙ্গ।
আমি মানবিকতায় মানচিত্র
আমি আদর্শতায় অধম,
আমি কর্মে কর্দমাক্ত
আমি উন্মত্ততায় উত্তম।
আমি মনুষয়ত্বে মমত্বহীন
আমি নির্মাণকারী নৃশংতার,
আমি হীনমনের হিতাকাঙ্খী
আমি উগ্রকন্ঠ উষ্ণতার।
আমি যোগ্য যমের কর্মী
আমি অযোগ্য অকৃত্তিম প্রেমে,
আমি হই নরক নান্দনিক
আমি নেতা,বন্দি অনৈতিকতার খামে।
                    -------- রঞ্জন গিরি।