যখন মোর বিচরণের চরণ দুটি
রইবে থেমে চিতার পরে,
তখন তোর ওই দম্ভের দালান
পড়বে ভেঙ্গেতো চিরতরে।
তুই উতলা হবি আমায় ঘিরে,
অশ্রু যে তোর পড়বে ঝরে।।


আমিত্ব দেখাস তুই আমায় নিয়ে
আবার বিঁধিস মোরে অপমানে,
তোর আমিত্বের আমি হারাবে ভূমি
পড়বে খসে যেনো সকল খানে।
তুই পড়বি শোকে পর করে,
অশ্রু যে তোর পড়বে ঝরে।।


অস্তিত্ব কভু তোরও অনাদি নয়
আহমিকার অধর জ্বলবে চিতায়,
যে আনলে আলোকিত তুই
সেই আনলে জ্বলে হবি বিদায়।
না থাকবে পদচিহ্ন ভূধরে,
যাবি চলে গহীন আঁধারে।।
               --------- রঞ্জন গিরি।