কে ভাল কে মন্দ তাঁর
বিচারের আপনি কে?
আপনার বিচার আপনি করো
অনন্য আপন বিবেকে।
উত্তম উন্মুক্ত হীন,
অধমে অগাধ বিশ্বাস,
মিথ্যার মিরাক্কেল শৌখিনতায়
বিপর্যয় করে গ্রাস।
স্বার্থান্বেষীর সৌন্দর্য্যে পাগল
তাঁর মনহরা বচনে,
নিঃস্বার্থের নীরবতায়
গৌরব যায় গহনে।
নাস্তিকতার নির্যাসে
সদাই নির্মম নিরাকার,
নিভৃতে নিরঞ্জন ঘটে
নিরীহের নিত্যকার।
হৃদয়হীনার হৃদয় সদা
কৌটিলতার কর্ম সাথী,
হৃদয়বানের কোমল হৃদয়
দৈন্য দুর্দশার সমব্যথী।
অনন্যকের অতীন্দ্রিয়তায়
অমরত্বের মেলে স্বাদ,
অকর্মণ্যের অস্থিরতায়
অতিষ্ঠের গুনে পরমাদ।
               ------- রঞ্জন গিরি।