দস্যিপনার দিন শেষ
দুপুর গড়িয়ে চলেছে বেলা,
যৌন যৌবন যৌগ হবে
জৌলুস হবে কৌতুকের খেলা।


ঈশ্বরের দান ঈশানের মেঘ
ইতস্তত ভাবে বেড়ায় উড়ে,
প্রাণ পাখির পাখনা ভেঙে
প্রাণ কখন যাবে ঘূর্ণি ঝড়ে।


যম যাতনায় জ্বলবে দেহ
যবন জেগে আছে পশ্চিমে,
নতজানু হয়ে নেতিয়ে পড়বো
নিজ নাম যশ যাবে বিশ্রামে।


পাণ্ডিত্যের পাঠ হবে শেষ
পাটে যেতে বসেছে রবি,
অতিথিয়তা আজ অর্থহীন
অনাথের অমাবশ্যার ছবি।
            -------- রঞ্জন গিরি।