তোমার আঁখিতে আসিলে জল
                    আমার নয়ন জলে ভরে ,
তোমার হৃদয়ে লাগলে আগুন
                       অন্তর আমার যায় গো  পুড়ে ।
অভিমান যদি কর তবে
                         ক্ষমা চাই আমি কর জোড়ে ,
তোমার হৃদয়ে লাগলে আগুন
                    অন্তর আমার যায় গো পুড়ে ॥


সারা নিশি একা জেগে থাকি
                     তুমি সুখ নিদ্রা যাও শয়নে ,
পুলকিত হও স্বপনে তুমি
                       কেন বারি ঝরে মোর নয়নে ।
ব্যধি তোমায় করলে স্মরণ
                        ভয়ে প্রাণ মোর যায় উড়ে ,
তোমার হৃদয়ে লাগলে আগুন
                   অন্তর আমার যায় গো পুড়ে ॥


তুমি খুশী হলে আমি সুখী
                         তোমার নিন্দায় আমি বৈরি ,
তোমায় আঘাত করে কেহ যদি
                         তারে মারতে আমি তৈরি।
যম যদি প্রাণ চাইতে আসে
                         আমার প্রাণ দেব জুড়ে ,
তোমার হৃদয়ে লাগলে আগুন
                          অন্তর আমার যায় গো পুড়ে ॥


তুমি বসত কর যদি কুঁড়ে ঘরে
                         আমিও মাটিতে শোব,
তুমি গাছ তলাতে বাঁধলে ঘর
                            আমিও তাতে রব ।
বিহঙ্গ যেমন থকে খোলা মাঠে
                            আমরাও রহিবে পড়ে ,
তোমার হৃদয়ে লাগলে আগুন
                            অন্তর আমার যায় গো পুড়ে ॥
                  -----------------    রঞ্জন  গিরি ।