অনুর্বর মস্তিষ্কে
                উর্বরের ভাব,
অযাচিত প্রেমের
                দুরন্ত প্রভাব।


অশালীন ব্যক্তিত্ব
          শালীনতায় হাসে,
অকথ্য ভাষায়
               থাকে উল্লাসে।


অকৃত্রিম ঈর্ষায়
          কৃত্রিম হাসে দাঁতে,
অমানুষের ছায়া
            থাকে প্রতিঘাতে।


অকৃতজ্ঞের জতুগৃহে
                কৃতজ্ঞতা পুড়ে,
অমানবিক মুখখানা
       মানবিক মুখোশ মুড়ে।


অকর্মণ্য বোধশক্তি
             কর্মে টিপ্পনি কাটে,
অধর্ম সাথে বহে
                  পথ চলে ঠাটে।
              --------- রঞ্জন গিরি।