আপন পরে ভেদ নয়,
মহত্বে উপহাস নয়।
দাতার দানে হেয় নয়,
সাধুর সততায় ঈর্ষা নয়।
উপকারে অকৃতজ্ঞ নয়,
কর্তব্য থেকে বিরত নয়।
পরের সাফল্যে হিংসা নয়,
বন্ধুত্বে শত্রুতা নয়ই নয়।
ব্যথিত চিত্তে আঘাত নয়,
জাতি প্রেমে বৈষম্য নয়।
আতিথিয়তায় ত্রুটি নয়,
আত্মীয়তায় বিরোধ নয়।
ভালোর ভালোকে ভুলিও না,
পরের সুখে কভু জ্বলিও না।
             ---------- রঞ্জন গিরি।