কর্তা বাবা ,  বার্তা দিল
           খুঁজতে আপনজন ।
সুনাম সহ ইনাম দেবে
            চাই মায়ের মতো মন ॥


বেড়াই খুঁজে ,  মাড়াই পথ
       আপন পেলাম কই ।
কাটা ঘায়ে নুন ছিটায় সব
       স্বার্থে পাতায় সই ॥


কান্ড করে ,  ভন্ড সেজে
       অভাব দেখাই লোকে ।
মোর চিত্র দেখে বিচিত্র মুখ
       সবাই গেলেন বেঁকে ॥


মায়ের থেকে মাসির দরদ
     শুনেছি নাকি বেশি ।
হাঁড়ি কিনবে , কড়ি চায়
      আমায় "উটকো " বলে মাসি ॥


পিসি - পেশা ,   খুশি ভারি
       আমায় কাছে পেয়ে ।
মাংস খাবে ,  বংশ সারা
        আমায় টাকা চেয়ে ॥


রাতের খাবার ,  জাতের হবে
          (তবু )ভাবি মনে তাই ।
(খেল )পিসির পোলা ,কুকুর ভোলা
            আমার বেলা নাই ॥


কাকা দেখি , বাঁকা চোখে
         আমার পানে চায় ।
বোবা হয়ে ,   হাবার  মতো
          বসে আঙ্গিনায় ॥


সখা প্রিয় ,  বখাটে ভেবে
       মৌচাকে ছুঁড়ে ঢিল ।
রাস্তার লোক সস্তা ভেবে
       পিঠে দেয় কিল ॥


দিলাম ছুট ,  গেলাম পড়ে
         নেতার পদতলে ।
আদর করে আলয়ে পুরে
         পিঁপড়ের মতো দ'লে ॥


সব শুনে মা , গুনে প্রহর
  (ছেলে )আসবে কখন ঘরে ।
চোখের জলে ,  কোলে তুলে
       খাওয়ালেন মা আপন করে ॥


কর্তার ইনাম ,  বেনামে যাক
           চাই না উপার্জন ।
বাবা ,কাকা ,   নয় তো সখা
           "মা "- ই আপনজন ॥
                -----------  রঞ্জন  গিরি