অর্থ আনে অহংকার,
অহংকারে অমানুষ।
অমানুষই অত্যাচারী,
অত্যাচারে আয়ুক্ষয়।
আয়ুক্ষয় আত্মাহীন,
আত্মাহীনরাই অবিবেচক।
অবিবেচক অতীন্দ্রিতাহীন,
অতীন্দ্রিতাহীনই অসুখী।
অসুখীরাই অলস,
অলসই অকর্মণ্য।
অকর্মণ্যরাই অকল্য,
অকল্যরাই অকৃতকার্য্য।
অকৃতকার্য্যতেই অনীশা,
অনীশা অর্থাভাব।
অর্থাভাবে অনুতাপ,
অনুতাপে অপমৃত্যু।
            ------- রঞ্জন গিরি।