নোংরা উদ্দেশ্য রাজনীতিতে
নেংটা হলো সমাজ,
উলঙ্গ ভাষা আর উন্মত্ত চিন্তায়
শকুন শুধায় স্বরাজ।
উস্কানিতে শ্মশানের শান্তি
মহাশূন্যে উড়ে চিল,
কলরব হীন ভাগাড় গুলোতে
আহা!আনন্দ অনাবিল।
জাতিশ্বরেরা জাতে মাতাল
জোচ্চুরি করে জাত বেচে,
জৌলুস চায় জাতপ্রেমীরা
বিভেদ বৈষম্য ফেলে প্যাচে।
দাঁড়ি টুপির দৌরাত্ম্যের দৌড়
জৌলুসে জটা- চিটার চিটিং,
দেশ ভাগের দাড়ি টানাটানি
চলে মানুষের মনুষ্যত্বহীন মিটিং।
অশ্লীলতার আমোদে উলঙ্গরা
সমাজ তৈরির কারিগর,
নর্দমা সাদরে নোংরায় ডাকে
শুচি থাকে শূদ্র অজগর।(নিদ্রিত)
সুখময় হয় কি শ্রদ্ধাহীন ধর্ম?
                 --------- রঞ্জন গিরি।