ডিকশনারিতে ডিগবাজি
ডঁক ভাঙ্গে ডাগর কথায়,
ডাস্টবিনে ডেঙ্গুর চাষ
ডেব ডেবিয়ে চায় হোতায়।


মুক্তর মালা পরে গলে
মুণ্ডু মালায় মজা লুটে,
মুখ মুখোশ মুদির মাল
মুশক ময়দা মাখে বটে।


শুঁটকি মাছ শহীদ হলে
শুক্র গ্রহেও সংবাদ যায়,
শ্রদ্ধা জানাতে সদল বলে
শুঁকে মাটি সারমেয়র ন্যায়।


আরতি করে আতর মেখে
আদাব জানায় আনমনে,
আশ্বিনের ওরা আমের মতো
আঁতে দিলেই আঁতটানে।
                  ------- রঞ্জন গিরি।