অটল অচণ্ড অটলজী অচ্ছ
অনন্যক অচট ধর্মে,
অবনিতে তুমি অচ্ছ্ল অমর
অজনক হলাম কর্মে।


বেদনা বিধুর বিদায়ের বেলা
বেসামাল বিরোধী জন,
বেহিসাবী ভাষা বিবেকে বিঁধে
বিনয়াবনত ত্রিভুবন।


সর্ববজন বিদিত হে শ্রদ্ধেয়
সহস্র শতকোটি প্রণাম,
সযতনে সসম্মানে স্মরণ করি
সাত্ত্বিক সরোজে ম্রিয়মান।


রঘুবীর তুমি সদা রনজিৎ রনে
রহমান রবিকর রাজত্বে,
রাজপুরুষ তুমি রাজবংশীয়
রাজেন্দ্র তুমি রাষ্ট্র বীরত্বে।
              ---------- রঞ্জন গিরি।