কথায় কথায় কাৎ হয়ে কথা
ব্যক্তিত্ব যায় বেশ্যালয়ে,
আবেগের আবেশে অমরত্ব নেই
স্বাতন্ত্র্য হারায় শয্যা জয়ে।


লোভে লোভে লালসা জমে
বিলুপ্ত হয় বিবেক জ্ঞান,
নেশার নেশায় নিমজ্জিত হয়ে
মৃত হয় মনুষ্যত্বের মান।


আদরে আদরে আতিথেয়তা
সদা সন্তানের সর্বনাশ সাধে,
আতি আধুনিকতায় অন্ধ হয়ে
বৈষম্যের বিষ বৈভবে বাঁধে।


সন্দেহে সন্দেহে সম্পর্ক নষ্ট
বৈরিতায় বিভাজন ঘটে,
স্বার্থের জন্য সূক্ষ্ম সৌজন্যতা
মরু মৃত্তিকায় মিরাক্কেল ঘটে।


দর্পে দর্পে দৌরাত্ম্য বাড়ে
পাপে পাষন্ডার হয় পতন,
অতি নিরহের আঁত মরে
আভিমানে আত্ম হনন।
           --------- রঞ্জন গিরি।