গত'র গতরে ছিল গতির গতি
গন্তব্যে ছিল গৌরব গতিময়,
হীনের হৃদ্যতা ছিল হিসাবহীন
হৃদের হাসিও ছিল হিরণ্ময়।


বর্তমানের বাতুলতা বর্ণময়
বর্বরের বিভেদকামী বক্তব্যে,
মিথ্যা মাসোহারা পায় মানুষ
মানবতাহীন মিতালীর মন্তব্যে।


ভয়ে ভবিষৎ ভয়ানক ভয়াবহ
ভনিতার ভন্ডরাই হবে ভূপতি,
সত্যের সঙ্গী হবে নয়নে শ্রাবণ
সত্য করবে শ্রীহীনের স্তুতি।


অসার আনন্দে হবে আত্মহারা
অমানুষ অনন্য অমরত্ব পাবে,
বিপদগামী বৈষম্য থেকে বিবাদ
বিষাদের বিষ বিবেকবান খাবে।
                ---------- রঞ্জন গিরি।