প্রীতির স্মৃতি ভোলে লোকে,
নীতির রীতি মাথায় রেখে।
ভীতির স্মৃতি যদি মনে আসে,
গীতির মতি যায় জলে ভেসে।
বিত্ত বিষাক্ত বিষ করে বপন,
নিত্য সত্য হয় অলীক স্বপন।
রিক্ত চিত্ত বিরক্ত বিফলতায়,
দুর্বৃত্ত মত্ত আজ চাতুর্য্যতায়।
অতীন্দ্রিয় অনাত্মীয়ের মান,
আত্মকেন্দ্রিক আত্মার ঘ্রাণ।
             ------- রঞ্জন গিরি।