যদি
ধরণী তোমার ধূসর হয়
ধার্মিকতা দেবে রুখে,
তবে
ধর্মের বর্ম পরে গায়ে
ধৈর্য্য ধর ধরণীর বুকে।


যদি-
নিজের জন্য ন্যায় করতে
নিরানব্বইর নয়ন ঝরে,
তবে-
নিত্য দিনের তাঁদের নিমিত্তে
নিচু হয়ে বিবেক পুড়ে।


যদি-
সত্য কখনো সামনে আসে
সরল ভাবে করিও বরণ,
নচেৎ
সলিল সমাধি মিথ্যায় ঘটে
স্বর্গ সুখ করবে হরণ।


যদি-
আত্মস্থ করো আসক চিন্তা
আসমান আসে পায়ের তলে,
নচেৎ
আত্মার সাথে আত্মীয়তা নষ্ট
আত্মজ্ঞানের অভাব হলে।
                 -------- রঞ্জন গিরি।