বাবু হয় বড় ভাল মানুষ
বারের কথায় জিভ নাড়ে,
বাসর কাটায় বাসি ফুলে
বাঁদি রাখে পরের দারে।


সুগন্ধি ছড়িয়ে সারা গায়ে
সোনাপট্টির গলি খোঁজে,
সন্দেশ ফেলে সনার উপর
স্বাদ নিতে সে তাতে মজে।


খান পনের বিধবা তার
খানাপিনায় নজর রাখে,
খাঁদি, বুচিকে খামার ঘরে
খাপ খাওয়াতে রাতে ডাকে।


শ্বেত শুভ্র বসন গায়ে
শ্বেতাঙ্গ যে তাঁর হয় রূপ,
শীত লাগলে সত্য কথায়
শগর মিশিয়ে খাওয়ায় সুপ।


কেলোর কীর্তন অন্দরে
কাশী বিশ্বনাথের যায় দর্শনে,
কাদা মনে কেশব ভজে
কাতর কামের আগুনে।


আতর মেখে আঁত খোয়াল
আমোদ তবু সে ছাড়লো না,
আঁতু বানালো আঁতের ছেলে
আঁধার হলো তাঁর জামানা।
                   ------ রঞ্জন গিরি।