নিদ্রাভিভূত আজ সমাজ শিক্ষা!
নিনাদ করতে নাই পারে;
নিদ্রিত আজ এই মনুষ্য কুল,
নিমিত্ত শুধু একটাই"বাহুবল"!
নিমিত আজকের নেতার নেতৃত্ব
নিবেশিত হয় লাখো ভুল।
নিগূঢ় আঁধার নিগড়ে
নিতা করিল নেতা!
নিষ্পেষিত হইল বিদ্যান,
নিমজ্জিত হইল বিদ্যা
নিপাত হইল বিদ্যানের প্রান।
নিলম্বন করিল পান্ডিত্যে,
নিকাহ করাইল নির্বোধ ব্যবহারে
নিংড়াইয়া লইল নিজ বুদ্ধিমত্তা,
নিবস্ত্র করিল শিক্ষাঙ্গ,
নিদ্রাগত হইল নুতহৃদয়!
নিষ্ফলা হইল নিজ আপনসত্তা।
নিধির লোভে নিমজ্জিত পাপে!
নিন্দাকে পরোয়া নাই কিছু
নিদ্রাতুর গর্হিত কর্মে,
নিবৃন্ত অক্ষয় বট আয়ু
নিমগ্ন হয়ে ভূপাতিত হয়
নির্বাক হয় তখন নিজ মর্মে।
              -------- রঞ্জন গিরি।