বৈকুণ্ঠে বহিছে বিভাজনতার ঝড়
বিভেদ বিদ্বেষে ভাঙ্গে নরবৃক্ষ,
উৎপাটিত হয় উদারতার আনন্দ
সমাজের সামাজিকতা হয় রুক্ষ।


প্রীতধারা আজি না বহে ভুবনে
মহাত্মার আর তো মাহাত্ম নেই,
উন্মাদের উদ্যমতা চলে চতুর্দিক
অসারতার আবেগে ভেসে বেড়াই।


পরবাসে পরিত্রাণ নাই পরিযায়ীর
নিজবাসেও যে নিনাদে সুখহীনে,
অল্পতায় আলোক না পড়ে তায়
অধমের আধিক্যতায় মরে অপমানে।


বিভাবরীতে বিশ্বাস বড়ো বেমানান
শ্রীমতীর শ্রীর শ্লীলতা পথে পড়ে,
অরুন্ধতীও অন্ধকারে অনুজ্জ্বল
নিশার নিকৃষ্টরা নারীত্ব নির্মাণ করে।
         ,              -------- রঞ্জন গিরি।