রবির কভু না হয় প্রয়াণ,
হৃদয়ে সবার আছে তাঁর স্থান;
বিশ্বজনের বিস্ময় তিঁনি
তাঁর জ্যোতি ধারায় করি সবে স্নান।
জ্যোতির্ময় তিঁনি জগৎ মাঝে,
জরঠ ও নয় জাগরিত কাজে;
জ্যোতি ধারায় আজও জীবিত
যামিনী পোহায় তাঁর বিরাজে।
বাইশা শ্রাবন বেদনা ভরায়,
বিধু বিশ্বেশ্বর অশ্রু ঝরায়;
বিভাবরী কাটে আজও বিষণ্নতায়
বাইশা শ্রাবন নেমে এলে ধরায়।
                   -------- রঞ্জন গিরি।