যখন,
        সমালোচকদের শত্রু ভাবো
তখন,
        পতন পাশে অপেক্ষা করে,
যখন,
        ঈশ্বরের প্রেমে ঈর্ষা করো
তখন,
        ইমারতের ইতি পৌঁছায় দ্বারে।


যখন,
        নিজে ভাবো নির্বোধ ওঁরা
তখন ,
        জ্ঞানের গরিমা পুড়ে ছাই,
যখন ,
        আবর্জনায় আদর করো
তখন ,
        হৃদয় দেখো হৃদয়ে নাই।


যখন,
        সমন্বয় স্বীকৃতি বিকৃত করো
তখন,
        তিন তালাক তুমিও খাবে,
যখন,
        নিরপেক্ষতায় নির্গুণ ভাবো
তখন ,
        বৈষম্যের বিষে জ্বলে যাবে।
                  -------- রঞ্জন গিরি।