বৈভবে তুই বৈষ্ণব পুজিস
পা ধোয়া জল খেয়ে,
বাপকে ফেলে বামুন খাওয়াস
গলায় গামছা দিয়ে।


বাতের ব্যথায় রাত কাটে
বাপের খবর নিলি না,
উটকো গুরুর ফাটকা প্রেমে
তাঁর টিপিস চরণ খানা।


পিতার মূত্র অপবিত্র তাই
তুই ছড়াস গঙ্গা জল,
ওই গোমূত্রকে পবিত্র বলে
গিলিস তুই তরল।


দামী তুলোর তোষক বাণাস
ব্রাহ্মণে করতে দান,
পাপ তাড়াতে বাপকে ভুলে
তুই গোঁসাইতে ম্রিয়মান।


ঘুরছে পাখা জ্বলছে আলো
মৃন্ময়ী অবতারের ঘরে,
বাপের ঘরেতো সাপের বাসা
তিঁনি থাকেন অন্ধকারে।
            -------- রঞ্জন গিরি।