খলের ছলে সৃজন ভোলে
সুজন খলের আধার ,
সৃজনসতী পতির খোঁজে
হাতড়ায় অন্ধকার ।
মতির মতি ,না হ 'লে ক্ষতি
বসে জন পতির পাহারাদার ,
এক রতি নতি কমে
যৌবন ছারখার ।
সতীর সিঁথি রীতিমতো
জ্যোতি লালেলাল ,
পুষে রাবণ গুষ্টি ,ধরে
যুস্টি বজ্র মুষ্টি ,দৌলতে
মালেমাল ।
শ্রদ্ধায় ইনাম শ্রাদ্ধ
বদ্ধ সুরার হদ্দ ,সতীর -
গতি হীন , নতি স্বীকার
সারমেয় -কে ।
পতিভ্রষ্টা ,হয় নষ্টা
সতীর গতি "বার -বনিতা "।
পরে মুখোশ ,ধরে ভেক
স্বরে মধুরতা । আহা !
জন পতির একি উদারতা ?
সতী হয় পতিব্রতা ,আবার
জন পতি পরিত্রাতা ?
                  -------  রঞ্জন  গিরি ।