বিলুপ্তি ঘটছে বরেণ্যের
বদমাশদের ছোঁয়ায়,
বদনামে বরিষ্ঠের বিনাশ
ওই বিষবৃক্ষর ছায়ায়।


বটবৃক্ষ সম বরেণ্য আজ
বাঁটেনা শীতল ছায়া,
বদগুন বিষধর নর গুলো
বটের কাটে ছায়া মায়া।


বরেণ্য আজ বিষাদিত হয়
বদজনের বিষবাক্যে,
বরেণ্য বিয়োগে ইহলোক
দেহত্যাগেও নেই রক্ষে।


বরেণ্যের বাসাতে আজকে
বদলোকের বসবাস,
বিরামহীন বরেণ্যের বদনামে
বরেণ্যের পড়ে লাশ।
          -------- রঞ্জন গিরি।