বেজন্মা বিচারে দিয়ে গালি,
তাঁরা উচ্চ বংশের পেল তালি;
উৎসাহে বেটা হয়ে গদগদ
মদ খেয়ে ঘুরে সারা অলিগলি।


তাঁরা সাধু জনের ফেলে ঘাম,
চোর সেজে ভীষন কামায় নাম;
সাত খুন মাপ হয় পাপ বিচারে
আরো তাঁর অন্যায় চলে অবিরাম।


দাপট তাঁর হয় দলমার মতো,
দাম দেয় তাঁর বড় বাবু যতো;
তাঁর জীবন রবি দুপুর হলে
হৃদয় ভেঙে হয় তা অস্তমিত।


বেজন্মার হলে দেহ হারা,
কেন উচ্চ বংশ পায় ছাড়া?
চরম পাপ কাজের উৎসাহিরা
বদলে দিল সব আইনের ধারা।
                 ----------- রঞ্জন গিরি।