বেলা শেষে বৈষ্ণব হলি মন
বদনাম ঘুঁচাবি বলে,
সকালের শেওলা শখের সাবানে
সাফ হবেনা কোনকালে।
বেলা শেষে.....................
মন্দার বাজার মানিক নেই
তাই মজলি কৃষ্ণ প্রেমে,
কলেবর যখন কুঁকড়ে গেল
সুর পঞ্চমে এলো নেমে।
এখন বাবা বাছায় কি লাভ
বহ্নিশিখায় বাগান জ্বলে।
বেলা শেষে ..................
মৃত্যুঞ্জয়ী হতে মানত করে
ডেকেছিলি মৃন্ময়ী মাকে,
বৃদ্ধাশ্রমে বৃদ্ধা মা আজও
খোকা খোকা বলে ডাকে।
বৈষ্ণব সেজে বৈতরণী পারে
বাসনা ডুবে কালো জলে।
বেলা শেষে.....................
সুখের নেশায় সারা বেলা
স্বার্থের অর্থ খুঁজে গেলি,
লোভের বিশেষণের বিশেষণে
নিজের বিবেক বলী দিলি।
ছলনার ছদ্মবেশে তুই সদা
ছোঁ মারলি ভালো ফলে।
আজ বেলা শেষে..............
                   --------- রঞ্জন গিরি।