প্রেম চাই,প্রীতি চাই
চাই প্রেমিক মন,
ভালবেসে ভালবাসায়
করুক তাঁরে আপন।
সৎ চাই,ধার্মীক চাই
চাই ধর্ম্ম কাজ,
ঠকের চিন্তা পুড়ে চাই-
হোক সে ধর্ম্মরাজ।
বিবেক চাই,বিচার চাই
চাই তাঁর নিষ্টা গুণ,
মানুষ চাই,মনুষত্ব চাই
বিবেক চাই নিপুণ।
ভক্তি চাই শ্রদ্ধা চাই
চাই নিরেট ভক্ত,
বুদ্ধি চাই,সাহস চাই
দেহ চাই পোক্ত।
দেশ চাই,শান্তি চাই
চাই দেশ প্রেমী,
যুবক চাই,জওয়ান চাই
শেষ করতে গুণ্ডামি।
সুন্দর চাই,পবিত্র চাই
চাই উদারতা,
পঞ্চ রিপু রাখতে বসে
চাই পরিত্রাতা।
চাই-চাই ভালো চাই
সবই ভালো থাক,
চাই,ঈর্ষা,হিংসা,লোভ,লালসা
চির তরে চলে যাক।
       ---------  রঞ্জন গিরি।