পিঁয়াজ নিয়ে সরকার
পিঁয়াজি করুক...
আলুর দাম হোক আকাশ ছোঁয়া,
এন আর সি'র পক্ষে বিপক্ষে
নেতা নৃত্য করুক...
আঁত জ্বলে অন্তরে উঠুক ধোঁয়া।


কেলোর কীর্তন করুক
কালবাজারিরা...
মিছিল মিটিং করে লুটুক টাকা,
জগৎ জাগরিত করতে
জীবন ঝরুক...
জনতা জনার্দ্দনেরা খাক ধোঁকা।


জনতার দম ফুরিয়ে যাক
দ্রব্য মূল্যে...
মানুষেরা পড়ুক না মরনের ফাঁদে,
আমরা নেতারা সব
আমোদেই আছি...
মইক্রোফোনে ভরাব শুধু কেঁদে।


আনন্দের আন্দোলন হোক
নিজের সম্পত্তি নষ্টে...
কষ্ট হোক ভাই কাকা ঠাকুরদার,
আত্মীয়ের রক্ত খাক
নিজ আত্মীরাই...
হোক ভন্ডামি ভ্রাতৃত্ববোধ আবদার।
                --------- রঞ্জন গিরি।