বড় গদি,ছোট গদি,
হাঙ্গামা করে যদি,
জনতার কি উপায়,
গুণ্ডামি কে থামায়?
বড় গদির পায়া ভারি,
পাগলের কারবারী।
চকচকে দেশ চাই,
প্রশিক্ষিত লোক নাই।
তাই সংসারের খুঁটিনাটি,
রাখতে নাকি পরিপাটি।
অনভিজ্ঞ করতে সাফাই,
তালিম দিতে লোক চাই।
গোবর করিতে ঘুঁটে,
তার শিক্ষা চাই বটে।
কিনি যদি সেপটিপিন,
বলে দাদা বিল নিন।
মাথার উকুন ছানা,
হিসাবটা চাই জানা।
ঠান্ডা ঘরে আরামে বসে,
দীন হীনের হিসেব কষে।,
ভাবে ওঁরা লাখ পতি,
কর নিতে নাই ক্ষতি।
ব্যামো হলে নেই কড়ি,
কিনে ঔষধ তাড়াতাড়ি!
ভালো যে না হয় ব্যামো,
চিকিৎসা যে নম:নম:।
গরীব খাবে আলু চোখা,
তারও যে নাই দেখা।
আনে শুধু হাজার আইন,
বেকারের বাড়ে লাইন।
বেকার যুবক খাবে কি,
গদি দাদা জানেন কি?
ছোট গদির চিৎকার,
বম্ বম্ শুধু সার।
চায় শুধু জোট ঘোট,
মেরে পিটে চায় ভোট।
কেড়ে নিয়ে বড় গদি,
মেঝের ভিতর রাখে চাঁদি।
আর কিছু চঞ্চু,
গদি পেতে ছু ছু।
প্রাতিবাদের নেই ভাষা,
করে শুধু গদি আশা।
যাক মরে জনতা,
দেখাই বসে ভনিতা।
           ------  রঞ্জন  গিরি।