একা বসে নিরালায়,ভাবি গো তোমায়
      তুমি চলে এসো এই ভরা শ্রবণে,
টিপ টিপ বরষায়,বসে থাকি ভরসায়,
      হৃদয়ে শিহরণ জাগে নব যৌবনে।
                       তুমি চলে এসো এই ভরা শ্রবণে॥
পার যদি ফেলে কাজ,কাছে তুমি এসো আজ,
                কিবা হবে রূপ সাজ,
গানে গানে কব কথা,হবে প্রেম চির গাঁথা,
                কিবা হবে করে লাজ।
      দুজনে দুজনার ত্বরে এসেছি ভুবনে।
                      তুমি চলে এসো এই ভরা শ্রাবণে॥
কাজল ধুয়ে যাক জলে,আঁখি তবু কথা বলে,
                 এসো তুমি মল খুলে,
ভালো লাগে আলতায়,পরো যদি মন চায়,
                  সাজাবো মৌল ফুলে।
        শ্রাবণের যবনিকা হয় তমা বিহনে।
                          তুমি চলে এসো এই ভরা শ্রাবণে॥
                         --------------   রঞ্জন  গিরি।