বিচ্ছিন্নতাবাদে বিশ্ব আজ
বিষন্নতার বিষে নীল,
বিভেদ ছড়ায় ধর্মে-বর্ণে
বিবর্তন বিবস্ত্রে কাহিল।


রাবন কুলের হাতে রাজনীতি
রক্ত নিয়ে খেলে রাক্ষস রাজ,
রাণীও রাখালের ধর্ষক
রং চড়িয়ে মিডিয়া রাঙ্গায় আজ।


সমাজ সংস্কারে সমাজপতি
সঙ্গমে ব্যস্ত কুসংস্কারে,
সতীর্থ রাখে সাথ দিতে তাঁর
সমস্যায় স্বাতন্ত্র বিষদগারে।


ভাষা দূষণের ভাস্কর্যে আজ
ভাতৃত্ব বোধ ভাগাড়ে মিশে,
ভাঁটার টানে ভাই-ভাইয়াদের
ভাব-ভালবাসা জলে ভাসে।
               --------- রঞ্জন গিরি।