ভাত কাপড়ে ভাতার আজ
ভালো মন্দ নাই দেখে,
ভালোবাসার নেই কোন ভাব
ভাতার ছাড়ি বলে লোকে।


ভারাক্রান্ত তবু ভাবি মনে
ভাব জমাবো কি দিয়ে,
ভাব না দেখিয়ে সে ভাবনায়
ভাটি খানার মদ খেয়ে।


ভানুর উপর ভাব করে লয়ে
ভাসি একশ দিনের কাজে,
ভাটক যা পাই সবটা ভষ্ম হয়
ভাগ্যবান স্বামীর মাঝে।


ভাম যে ভাতারের ভার কেন্দ্র
ভাওয়া দেয় সে অতি,
ভান্ড ভেঙ্গে ভান দেখিয়ে মনে
ভাতার ছাড়ি বলে পাতি।
             ------- রঞ্জন গিরি।