হিতের জন্য শীত করলে
ভীত হয় নড়বড়ে,
ভীতু থিতু না হয় কখনো
দ্বায়িত্ব পড়লে ঘাড়ে।


দহনে দম বন্ধ যে তাঁর
দক্ষিনে দুয়ার আঁটা,
দিবস রজনী বদ্ধ কুটিরে
দরজা জানালা সাঁটা।


মনের ভিতর মুষল ধারে
চিন্তার বৃষ্টি ঝরে,
মুষড়ে পড়ে ভিতু মনরোগে
কর্মে কেঁদে মরে।
                --------  রঞ্জন গিরি।