অমৃত ভেবে ডুব দিয়েছি
                               গরল সাগরে,
ডুব দিয়ে আমি গরল জ্বালায়
                             কাঁদি অঝোরে।
আমি বাঁচি কি করে,এ কথা বলি কাহারে?


ঝাঁপ দিয়েছি হ্রদ পুকুরে,
                               কমল ফুলের লাগি,
কাঁটা বিঁধে হৃদয় জুড়ে,
                               ব্যাথার জ্বালায় ভুগি।
আমার কোমল হৃদয় কমল কাঁদায়,
                               আমি ভুলি কি করে?
আমি বাঁচি কি করে,এ কথা বলি কাহারে?


মধুর নেশায় মাতাল আমি,
                           চাক ধরেছি দুই হাতে,
মৌমাছি আজ বিঁধেছে মোরে
                          জ্ঞান হারিয়ে যাই তাতে।
ব্যাকুল পরান আকুল হয়ে,
                         হুলের জ্বালায় কেঁদে মরে।
আমি বাঁচি কি করে,এ কথা বলি কাহারে?


পলাশ ফুলের মোহে বিভোর,
                           দুই নয়ন মেলে দেখি,
সুগন্ধ হীন ওই পলাশ,
                       আদৌ আমি জানি নাকি?
ভ্রম হয়েছে চোখের নেশায়,
                                রক্ষা পাই কি করে?
আমি বাঁচি কি করে,এ কথা বলি কাহারে?
                            ---------  রঞ্জন  গিরি।