ভুবনের এই খেলার মাঠে,
হাঁপিয়ে গেছি ছুটে ছুটে!
বলের নাগাল পেলাম নাতো,
অকথ্য ভাষা শুনলাম কতো।
ওরা ব্যঙ্গ করে আমার মান যে লুটে!
ভুবনের এই - - - - - - - - -ছুটে ছুটে!


আমি সারা জীবন বড্ড বোকা,
যে কেউ মোরে দেয় যে ধোঁকা।
খেলাটা ভাবিছি ভীষণ সরল,
ঢুকেই দেখি এযে তরল গরল।
পিছলে পড়ে মোর অস্তি টুটে!
ভুবনের এই - - - - - - - -ছুটে ছুটে!


মোরে লেং যে মারে সদা প্রতিপক্ষ,
আমার উপুড় হয়ে পড়ে ফাটে বক্ষ।
তবুও যে মাঠে সদা ছুটতেই হবে,
যতক্ষণ রেফারি শেষ বাঁশি না বাজাবে।
তারই মাঝে মাঠে না না কাণ্ড ঘটে!
ভুবনের এই - - - - - - - - -ছুটে ছুটে!


যখন মাঠের হবে খেলা শেষ,
খাটিয়ায় বসাবে দিয়ে ঠেস।
কেহ প্রশংসায় ভরাবে পঞ্চমুখ,
কেহ নয়ন জ্বলে দেখাবে দুখ।
আবার বল হরি বল মুখে বলবে উঠে!
ভুবনের এই - - - - - - - - - -ছুটে ছুটে!
                    --------- রঞ্জন গিরি।