ভনিতা ভুল বড্ড খারাপ
মাশুল গুনতে হয় পরে,
ভয়ের ভুল ভূতে পায়
তার ভুল কেউ না ধরে।
গা ঝেড়ে গায়ের জোরে
কেউ করে যদি ভুল কাজ,
পরক্ষণে সে প্রশান্ত মনে
নিজ ভুল বুঝে পায় লাজ
গতর ভুলে লোকে গন্ড বলে
তাতে গোঁসা করে কি লাভ,
সত্যটা হয় সত্যিই যে সদা
তাইতো করে নিতে হয় ভাব।
কূল বাঁচাতে ভুলতো ভালো
এতে ভুল ঈশ্বরের পায় মতি,
কূলক্ষয়ে ভুল করে যে জন
তার নরক বাসে হয় গতি।
যতনে রতনে চিনে যদি কেউ
তাঁরে যা ভুলটা কেউ না বলে,
কুঠির ধুলো মুঠি করে ছুঁড়ে
তেমন রতনে ভুলে ফেলে।
ভুলটা তো ভুলই চিরসত্য
সব ভুলের না হয় মাফ,
এক ভুলকে লোকে শ্রদ্ধা করে
আর এক ভুলকে করে সাফ।
             --------- রঞ্জন গিরি।