টসটসে ভুঁড়ির জুড়ি নেই,
টপ করে ঝরে চের্বি-তেই।
টক লাগে তা যোমের মুখে,
টপাস করে যম গিলে সুখে।


ঠনঠনির জোরে বাইরের খাবার,
ঠক্কর লাগলেই ভুবন পার।
ঠকের জন্যই সবে স্বর্গ দেখি,
ঠক লোকে সবাই রেখে সুখী।


ডন যত দাও কর পায়চারি,
ডট তেলে যত খাও তরকারি।
ডমরু বাজবে ভুঁড়িটা হলে,
ডকে উঠবে শ্মশানে গেলে।


ঢপ খেয়ে মাতাল বিজ্ঞাপনে,
ঢক করে গিলে চটক দানে।
ঢং ঢং প্রান বাজিয়ে দেবে,
ঢল দিয়ে লোকের মালা পাবে।


ণ-তত্ব হয় ন কে নিয়ে,
ণ-এর বিধান ন কে দিয়ে।
ণ থাকে বাক্যের মধ্যি খানে,
ণ-এর খবর-সবর ণ-ই জানে।
              ------- রঞ্জন গিরি।