হায়রে ভাগ্য! দুরারোগ্য নয়....
তবু আরোগ্য হতে হলে
একাই লড়তে হবে,
শুধু বিবাগীতে বৈরাগ্য রবে।


পিশাচ বানিয়ে পরিত্রাণ পেতে
পরিজনেরা পিরিতি ভুলে
চিনেও করে আচেনার ভাব,
আবেগী অনাথের অশ্রুর প্রভাব।


পীড়াগ্রস্ত দেখে দেখে
পড়শীরা পালায় লুকিয়ে,
অচ্ছুৎ করে অমরত্ব পেতে
ফিসফাস ফিরিস্তি ফিনকিতে।


কিমজনের কেরামতির চিন্তা
মোড়কে মরলে তবেই বাঁচে:
বাপের চিন্তা বাঁচলে নিজে
ভয়ের ঘাম ভাবিয়ে ভিজে।
              --------- রঞ্জন গিরি।