ফুটো হয়েছে বিবর্তনের ছাদ
জল পড়েছে মেঝের পরে,
রোদ না পেয়ে শেওলা জমে
লাবন্যহীনে নজর কাড়ে।


নোংরা যত কীটের দল
ভীড় করে  তাতে বাসা বাঁধে,
সুখ শয্যার শ্রী যে আজ
আস্তানা খুঁজতে পথে কাঁদে।


সৎ মানুষের পদ গুলো
বোঝেনা শেওলার বদগুন,
ফেলতেই পা পিছলে পড়ে
হাড় গুলো ভেঙে হলো চুন।


জ্ঞান, বিচার পাহাড় প্রমাণ
কিন্তু কীটের হাতে তা সমর্পিত,
অধর্ম ধরায় রাজ করে সদা
যত ধর্ম হয় আজ ভূপাতিত।


বালি, সিমেন্টের বেহাল দশা
খুলে খুলে পড়ে কীট কীর্তনে,
পুরনো চুন সুরকি কি আজ
পুনর্জীবন পাবে মেকি পরিবর্তনে?