দীনের দিন দাও হে প্রভু
                 দাস হয়ে সদা থাকবে,
দুষ্ট দাম্ভিকতা দমন করো
                 দম্ভের দৌরাত্ব কমবে।


হৃদয় দাও প্রভু হৃদয়হীনার
                     হীনমন্যতা দূর হোক,
হিংসা উবে হিমাংশুর ন্যায়
                হৃদ্যতা হৃদে হোক যোগ,


মাতব্বরের মাতলামি আজ
                   মানুষের কাড়ে আধার,
মনুষ্যত্ব দিয়ে মানুষ গড়ো প্রভু
                   মানবতা ফিরুক সবার,


বিবেক দাও বৈষম্যহীন প্রভু
                     বিষাদ মন রইবে দূরে,
বিভেদের ভূত নিয়োজিত হবে
                 বিপদ বিপর্যয় যাবে সরে।


বড়ো মন হোক বড়দিনে সবার
           বর্ষিত হোক তোমার আশীর্বাদ,
বর্ণনা করে আজ বন্দনা করি প্রভু
         বড়দিনে তোমায় জানাই ধন্যবাদ।
                 ----------- রঞ্জন গিরি।