বিছুটি বনে মান-কচু
ঈশ্বর দেখে খাবি খায়,
স্পর্শ করা দূরে থাক
দর্শন দিতে ভয় পায়।


তবু দেখি কিছু লোক
গায়ে পড়ে ঘষে গা,
মাখে,খায় মহা সুখে
চুলকে দেহ করে ঘা।


তুলতুলে দেহ খানা
তামাটে তাঁর হয় রঙ,
গলা ফুলে গোল হয়
সাজে দেখি নানা সঙ।


শূলপানি শূলে বসতে
তাতে তাঁর নেই ভয়,
বিছুটি আর মান-কচুর
প্রণামে শিব ভীত হয়।


বিছুটি আর মান-কচু
শাসক-বিরোধী ভাই ভাই,
খালপোশ মানুষ গুলোর
তাতেও কোন ভয় নাই।
          ------- রঞ্জন গিরি।