বীরত্বে বুলেছে বুলবুল
বীভৎস বিষাক্ত বাতাসে,
নিরীহ নিভৃতে নিনাদে
নির্দয় নির্মম নিঃশ্বাসে।


উলঙ্গ উন্মত্ত উত্তালে আজ
উদ্ভিদের ভেঙেছে উরু,
সোনালী ধান সাঁতরায় জলে
সাগর সলিলে সমাধি তরু।


বিধ্বংসী বুলবুলে বিধ্বস্ত
বিদ্যুৎহীনে বিপন্ন প্রাণীকুল,
অদিতি আজ আঁধারে অনাথ
আবর্তনে অসহায় অপূর্ণ মুকুল।


শস্য সংকটে শস্যাধিপতি
শরতে তাঁর সংহার সৌম্য,
দুঃসময়ে দুর্বিষহ দুর্গতিতে
দরাজ হৃদয়ে দানীল বৈষম্য।
                  -------- রঞ্জন গিরি।